বাতিঘর ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের অধিনে তিনটি পদে ২৮৮ জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৯-১২-২০১৯। এক সপ্তাহর মধ্যেই নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি দেবে প্রতিষ্ঠানটি।তাই দরকার যুতসই প্রস্তুতি। বলে রাখা ভালো, সুন্দর ও কৌশলী প্রস্তুতি ছাড়া অনেক ভালো কিছু করা সম্ভব নয়।
যেসব পদে নিয়োগ হবে-
সহকারী পরিচালক (১৩২ টি),
উপসহকারী পরিচালক (১৪৭ টি),
কোর্ট পরিদর্শক (৯ টি)
যেভাবে পরীক্ষা নেওয়া হবে
দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পরীক্ষা সাধারণ পাচ ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথমে নেওয়া হয়, প্রিলিমিনারী বাছাই পরীক্ষা। তারপর লিখিত পরীক্ষা। এরপর লিখিত পরীক্ষা, কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। এসবে উর্ত্তীণ হলে সর্বশেষ পুলিশ ও গোয়ন্দা ভেরিফিকেশনেও উর্ত্তীণ হতে হয়।
প্রিলিমিনারীর মানবন্টন
১. বাংলা- ২০ টি- ২০ নম্বর
২. ইংরেজি- ২০ টি- ২০ নম্বর
৩. গণিত- ২০ টি- ২০ নম্বর
৪. সাধারণ জ্ঞান- ২০ টি- ২০ নম্বর
৫. সাধারণ বিজ্ঞান- ১৫ টি- ১৫ নম্বর
৬. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ৫ টি- ৫ নম্বর
(বিশেষ দ্রষ্টব্য: ২০১৩ সালে ১০০ টি প্রিলিতে করা হয়েছে ১০০ নম্বর বরাদ্দ ছিল, ২০১৫ সালে ৮০ টি প্রশ্ন করা হয়েছে, ১০০ নম্বর, প্রতি প্রশ্নে বরাদ্দ ছিল ১.২৫ নম্বর)
বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক
বাংলা (২০ নম্বর)
১. বাংলা সাহিত্য (প্রাচীনযুগ, মধ্যযুগ-মঙ্গলকাব্য, পিএসসির ১১ জন লেখক)
২. বাংলা ব্যাকরণ (ধ্বনি, শব্দ, বাক্য, বাচ্য, সন্ধি, সমাস, সমার্থক শব্দ, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, বাংলা বানান)
ইংরেজি (২০ নম্বর)
1. Comprehension
2. Spelling
3. Sentence Correction
4. Phrase & Idioms
5. Appropriate Preposition
6. Subject Verb Agreement
7. Synonym-Antonym
(বিশেষ দ্রষ্টব্য: English Literature থেকে কোনো প্রশ্ন দুদকে আসে না)
গণিত (২০ নম্বর)
১. ঐকিক নিয়ম (Unitary Method)
২. ভগ্নাংশ ও দশমিক (Fraction & Decimal)
৩. নল ও চৌবাচ্চা (Pipes & Cisterns)
৪. নৌকা ও স্রোত (Boat & Stream)
৫. সময়-দূরত্ব-গতিবেগ (Time-Distance-Speed)
৬. ধারা (Series)
৭. শতকরা (Percentage)
৮. লাভ-ক্ষতি (Profit)
৯. অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)
১০. বয়স (Age)
১১. সমীকরণ (Equation)
১২. পরিমিতি
( থেকে কোনো প্রশ্ন দুদকে আসে না)
সাধারণ জ্ঞান (২০ নম্বর)
আন্তর্জাতিক
১. জাতিসংঘ ও বৈশ্বিক সংগঠন
২. পরিবেশ সংগঠন
৩. দেশ ও স্থানের উপনাম
৪. ভৌগলিক গুরুত্বপূর্ন
৫. বিরোধপূর্ণ স্থান
৬. যুদ্ধ-চুক্তি-সম্মেলন
৭. সাম্প্রতিক বিশ্ব
৮. আন্তর্জাতিক নানা জরিপ
বাংলাদেশ
১. ভৌগলিক অবস্থান
২. প্রাকৃতিক সম্পদ
৩. শিল্প ও অর্থনীতি
৪. জাতীয় দিবস
৫. ক্রীড়া ও খেলাধূলা
৬. মুক্তিযুদ্ধ
৭. সংবিধান
৮. বাংলাদেশের ইতিহাস
৯. জনসংখ্যা ও নৃগোষ্ঠী
১০. ঐতিহাসিক স্থান ও স্থাপনা
১১. সাম্প্রতিক বাংলাদেশ
সাধারণ বিজ্ঞান (১৫ নম্বর)
১. মানবদেহ
২. ভাইরাস-ব্যাকটেরিয়া
৩. ভূগোল
৪. পদার্থ-আলো-শব্দ
৫. জৈব যৌগ
৬. রাসায়নিক ক্রিয়া
৭. ধাতব ও অধাতব রসায়ন
৮. চুম্বক ও চৌম্বকত্ব
৯. চিকিৎসাবিজ্ঞান
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (৫ নম্বর)
১. কম্পিউটারের পেলিফেরালস (ইনপুট ও আউটপুট পেরিফেরালস)
২. অপারেটিং সিস্টেমস
৩. সফটওয়্যার
৪. কম্পিউটারের নেটওয়ার্কিং
৫. কম্পিউটারের সংগঠন
৬. কম্পিউটারের ভাইরাস
৭. ইন্টারনেট
৮. মোবাইল প্রযুক্তি